রিলে সুইচ কি?

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সকলে? অনেকদিন অনলাইনে আসতে পারিনি। ফেসবুকে এক্সেস বন্ধ জানেনই বোধহয়? অনেকটাই সকলের থেকে বিচ্ছিন্ন। এছাড়া আম্মা অসুস্থ থাকায় অনলাইনে আসা হয়ে ওঠেনি।
আজ আপনাদের যারা রিলে সুইচ চেনেন না তাদের এটার ইন্ট্রোডাকশন দেবো।

আচ্ছা রিলে সুইচ কি?

রিলে সুইচ (Relay Switch), নামটায় কোনো ক্লু পাচ্ছেন?
রিলে বলতে আমরা বুঝি কোন কিছু এমপ্লিফাই করা বা বৃদ্ধি করা।
এখন তবে রিলে সুইচের একটা অর্থ দাড়ায়, এটা নিশ্চয়ই কোন কিছু বিবর্ধিত করে।

অনেকটাই তাই, কিন্তু ততোটা নয়।

ধরুন, আপনি একটা সার্কিট বানালেন যেটা ৫ ভোল্টে অপারেট করে। এখন এটা হয়ত কোনও একটা এলইডি বাতিকে নির্দিষ্ট সময় পরপর জ্বালিয়ে দেয়। কিন্তু আমরা যদি এলইডি এর বদলে হাই ভোল্টেজ অপারেশন চালাতে চাই তবে কাজ করবে না। কারন ২২০ ভোল্টের বাল্ব ৫ ভোল্টে চলে না। এখানে এটি ৫ ভোল্ট দিয়ে অন্য একটি ২২০ ভোল্টের বাতির সুইচ অন অফ করার কাজ করে দেবে।

এখানে আমাদের সাহায্য করবে রিলে সুইচ।
সে ৫ ভোল্টে চালু হয়ে ২২০ ভোল্টের সুইচ অন অফ করার কাজটা করে দেবে হাতের ছোঁয়া ছাড়াই।

রিলে সুইচ দুই রকমের হতে পারে,
  1. ইলেক্ট্রো মেকানিক্যাল
  2. সলিড ষ্টেট
ইলেক্ট্রো মেকানিক্যাল রিলে সুইচ সাধারণ কাজে ব্যাবহার হয়। এদের ভেতর স্প্রিং, ইলেক্ট্রো ম্যাগনেট ইত্যাদি মেকানিক্যাল যন্ত্রাংশ থাকে। এরা সেকেন্ডে ৫০ থেকে ১০০ বার অন অফ এর কাজ করতে পারে।

সলিড ষ্টেটে এতো কিছু থাকে না। এরা সাধারণত সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তৈরি হয়। সেকেন্ডে হাজার থেকে লক্ষবার অন অফ করতেও এর কোনও সমস্যা হয় না।


আসুন একটা রিলে সুইচ দেখি,
এখানে একটা রিলে সুইচের উপর ও নিচ দেখানো হয়েছে। ডান পাশের ছবি লক্ষ করলে দেখবেন, ৫ টি পিন আছে। একপাশে দুটি ও অন্য পাশে তিনটি।

৩ টি যেখানে সেখানে এরকম একটি চিহ্ন দেখতে পাচ্ছেন? এই চিহ্নের দুই প্রান্তে দুটি পিন আছে।
এই পিন দুটি দিয়ে আপনি ৫ - ১২ ভোল্ট সার্কিটে লাগাতে পারবেন।

আর এই চিহ্নের মাঝে দিয়ে যে দাগ গিয়েছে, সেটা মূলত অপর হাই ভোল্টেজ সার্কিট, যেটা ৫ ভোল্টেজ সার্কিট দিয়ে অন অফ করবেন ভেবেছেন, তার ভিসিসি নয়ত গ্রাউন্ড সাপ্লাই হবে।

এবার এই ছবি দেখুন,

কয়েলের দুই প্রান্তকে Switch Control বলা হয়েছে। মাঝের পিন অপর সার্কিটে সাপ্লাই দেবে। আর NO মানে এই পিন নরমালি বন্ধ থাকে (কানেকশান খোলা থাকে) এবং NC মানে এই পিন নরমালি সাপ্লাই পায় (কানেকশান চালু থাকে)

Switch Control পিন দুটিতে পোলারিটি নেই। মানে পজিটিভ নেগেটিভ উলটা পাল্টা হলে সমস্যা নেই।
তবে ডিসি মোটরের ক্যাপাসিটরের মতো এখানে দুটি পিনে ব্যাটারির কানেক্সানের মতো একটা 1N4007 বা যেকোনো মানের ডায়োড বসিয়ে দিলে ভালো হয়। কারন এই ডায়োডটি একটি বাইপাস ডায়োড। ম্যাগনেটিক রিলে যখন অফ হয় তখন তার কয়েলে মূল প্রবাহের বিপরিত মূখি একটা কারেন্ট (ব্যাক ই এম এফ) তৈরী হয়। এটাকে সরাসরি সার্কিটি যেতে দিলে আমাদের ট্রাঞ্জিষ্টার বা সেন্সেটিভ ইলেক্ট্রনিক যন্ত্রের ক্ষতি করতে পারে তাই ডায়োড দিয়ে একে বাইপাস করে নিস্ক্রিয় করা হয়। তাই অবশ্যই মনে রাখতে হবে ম্যাগনেটিক রিলে ব্যবহার করলে এর কয়েলে রিভার্স বায়াসে (রিলে কানেকশান +,- হলে ডায়োডের কানেকশান হবে -,+) একটি ডায়োড (যে কোন মানের) লাগাতে হবেই। 
এবার একটা সিম্পল এলইডি রিলে সুইচ সার্কিট। এটা ৩ ভোল্ট অপারেশনাল। আশা করি এটা আপনাদের মাথা পরিষ্কার করে দেবে।

এখানে রিলে সুইচ থেকে কিন্তু পাঁচটি তারই বেরিয়েছে!
২২০ ভোল্ট সার্কিট উইথ ডায়োড

Post a Comment