ইনভেস্টমেন্ট ছাড়া শুধু মাত্র পোস্ট পড়ে প্রতিদিন ভাল মানের বিটকয়েন আর্নিং করুন। সাথে থাকছে পেমেন্ট proof


**নাম: Pivot
**প্লাটফর্ম: সোশ্যাল সাইট।
**পেমেন্ট মেথড: বিটকয়েন।
**মিনিমাম উইথড্র: 0.0006 BTC/ 4$ প্রায়।
**মূল কোম্পানি: Biance
**অফারের ধরন: প্রমোশনাল।
**আর্নিং সিস্টেম: পোস্ট পড়া, পোস্ট শেয়ার ও ইনভাইট।
**পেমেন্ট পাবার সর্বোচ্চ সময়: দুই দিনের ভেতর।
Pivote একটি ব্লক চেইন ভিত্তিক সোশ্যাল প্লাটফর্ম যেটা তাদের প্রমোশনাল ক্যাম্পেইনে সকল ইউজার কে ফ্রিতে আর্নিং করার সুযোগ দিচ্ছে। এখানে কোন এড নেই। শুধু মাত্র তারা তাদের প্লাটফর্ম টাকে শক্তিশালী করার জন্য কোন ধরনের এড দেখানো ছাড়াই ফ্রিতে আর্নিং করতে দিচ্ছে।
এখানে আপনি পোস্ট পড়ে, পোস্ট শেয়ার করে ও ফ্রেন্ড ইনভাইট করে আর্নিং করতে পারবেন। যেটা নিয়ে পোস্ট এর শেষের দিকে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
তার আগে চলুন দেখে নেই কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়:

Registration

রেজিট্রেশন এর আগে খেয়াল রাখুন, যে ইমেইল দিয়ে রেজিস্টার করবেন সেই ইমেইল যেন প্লে স্টোর এ লগিন করা থাকে। আর ব্রাউজার এর ক্ষেত্রে ক্রোম হলে ভাল হয়, কেননা জিমেইল দিয়ে লগিন করার সময় অন্য ব্রাউজার হলে ইউজার এজেন্ট সমস্যা দেখায়। আর হ্যা সেই ব্রাউজার এ যেন একই জিমেইল লগিন করা থাকে।

আর হ্যা এখানে রেফার লিংক ছাড়া রেজিস্ট্রেশন হয় না তাই আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

প্রথমে এই লিঙ্কে ক্লিক করুন অথবা লিংকটি কপি করে ক্রোম ব্রাউজার এ গিয়ে পেস্ট করে ঢুকুন। এতে নিচের মত পেজ আসবে।

এরপর Google Log In এ ক্লিক করে আপনি যে ইমেইল দিয়ে লগিন করতে চান সেটা সিলেক্ট করুন।
এরপর আপনাকে এদের অফিসিয়াল এপ্স ডাউনলোড করতে বলবে। তখন প্লে স্টোর থেকে তাদের এপটি ডাউনলোড করে সেইম ইমেইল দিয়ে লগিন করুন।
ব্যাস রেজিট্রেশন কমপ্লিট।

আর্নিং সিস্টেম ও ট্রিক:

এই এপ এ আর্নিং হয় পাওয়ার এর উপর ভিত্তি করে। যার যত বেশি পাওয়ার সে তত বেশি দৈনিক আর্ন করবে। আপনি পোস্ট পড়ে, পোস্ট শেয়ার করে ও ইনভাইট করে পাওয়ার আর্ন করতে পারবেন।
** এপ এ ঢুকলে অনেকগুলা পোস্ট দেখতে পাবেন। প্রায় ফেসবুকের মত।

যেকোন একটা পোস্ট এ ক্লিক করে স্ক্রোল করে পোস্ট এর শেষে আসলে নিচের মত অপশন পাবেন

GET READ POWER লেখায় ক্লিক দিলে আপনি পাবেন 200 পাওয়ায়। এর অর্থ আপনি প্রতিদিন 20 টা পোস্ট পড়লেই এনাফ।

তার পাশে SHARE FOR POWER লেখায় ক্লিক দিয়ে পোস্ট লিংক কপি হবে। সেটা লিখে নিজে পোস্ট করলে ও শেয়ারিং নিয়ম মানলে (নিচে বলা আছে) আপনি আরো পাবেন 200 পাওয়ার। এবং মোট কথা শেয়ারিং করে আনলিমিটেড আয় করা যায়। তাই বেশি বেশি পোস্ট লিখুন ওই এপে।
** পোস্ট পড়ে আপনি দৈনিক 4000 পাওয়ার আয় করতে পারবেন। পোস্ট শেয়ার করে আনলিমিটেড আয় করা যাবে তবে শেয়ার করা পোস্টটি যে পড়বে তার কাছে যেন পোস্টটি 1-5 নম্বর লিস্টে হয়। এর অর্থ যে পোস্ট পড়বে তার পোস্ট পড়ার সিরিয়ালে আপনার পোস্টটি যেন প্রথম – পঞ্চম লিস্টে থাকে। এজন্য আপনি ও আপনার 5 জন ফ্রেন্ড / 5 জন মিলে একটা গ্রুপ খুলে কাজটা করতে পারেন।
তাছাড়া ফলোয়ার পেতে এপের বিভিন্ন স্পন্সর পোস্ট এ বাট হট পোস্ট এ কমেন্ট করুন ” Follow me and get follow back” দেখবেন অনেক ফলোয়ার আসছে ও রিপ্লে করেছে আপনাকে তার ফলোয়ার হতে।
** প্রতিদিন সকাল 6 টার সময় কাজ রিসেট হয় মানে আপনি আজ 4000 পাওয়ার আয় করলেন, তাহলে সকাল 6 টায় সকল পাওয়ার কেটে নেয়া হবে এবং সকাল 6 টার পরে আবার 4000 পাওয়ার নিতে পারবেন। এবং বিকাল ৬ টায় আপনার কেটে নেওয়া পাওয়ার বিটকয়েন হিসেবে আপনাকে বোনাস দেয়া হবে যেটা 0.0006 BTC হলে যেকোন বিটকয়েন ওয়ালেটে উইথড্র করে নিতে পারবেন। পেমেন্ট পেয়ে যাবেন 2 দিনের মধ্যেই।
**ইনভাইট করলে আপনি পাবেন প্রতি রেজিস্ট্রেশন এ 10,000 পাওয়ার বোনাস ও ফ্রি টোকেন। যে টোকেন পরবর্তী তে এক্সচেঞ্জ করে বিটকয়েন করে নিতে পারবেন। তবে সেটা এখনো চালু হয় নি।

উইথড্র সিস্টেম ও পেমেন্ট প্রুফ:

উইথড্র নিতে প্রথমে প্রোফাইল এ যান।

সেখান থেকে ওয়ালেট এ ক্লিক দিন।

তারপর বিটকয়েন সিলেক্ট করুন।

এরপর দরকারি ফিল্ড ( বিটকয়েন এড্রেস ও এমাউন্ট)

পূরণ করে সাবমিট দিন।
বলে রাখা ভাল আপনার উইথড্র এর ক্ষেত্রে তারা 0.0002 BTC কেটে নিবে। অর্থাৎ 0.0006 BTC উইথড্র দিলে 0.0004 BTC পাবেন।
দুই দিনের ভেতরে পেমেন্ট পাবেন।
**প্রুফ (0.0002 BTC কেটে নিয়ে):

কোন সমস্যা হলে কমেন্টে জানান।

Post a Comment